খামার থেকে পালিয়ে মাঠের পর মাঠ ঘুরে বেড়াচ্ছে ছয়টি জেব্রা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দেখা মিলছে তাদের।
গত মাসে বেসরকারী মালিকানাধীন একটি খামার থেকে পালিয়ে যায় জেব্রাগুলো। মার্কিন কৃষি বিভাগের লাইসেন্সপ্রাপ্ত ৩শ’ একরের খামারটি মোট ৩৯টি জেব্রার আবাসস্থল ছিল।
৩১ আগস্ট প্রথম হারিয়ে যাওয়া জেব্রাদের সন্ধান মেলে ওয়াশিংটন ডিসি’ থেকে ২০ মাইল দূরে। তখন থেকেই নানা কৌশলে সেগুলোকে ধরার চেষ্টা করছে প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে এখনও মেলেনি সাফল্য।
প্রাণীবিভাগ জানায়, যে মাঠে জেব্রাগুলো অবস্থান করছে, সেখানে খাবারের ব্যবস্থা করে আটকানোর চেষ্টা করা হচ্ছে তাদের।
এনএনআর/
Leave a reply