টানা হারে পয়েন্ট টেবিলের তলানিতে য়্যুভেন্টাস

|

ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাস। গতকালের ম্যাচে শুরুতে লিড নিয়েও নাপোলির বিপক্ষে হারে ২-১ গোলে।

শনিবার (১১ সেপ্টেম্বর) নাপোলির ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে তুরিনের দলটি লিড নেয়। ম্যাচের প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলেও দ্বিতিয়ার্ধের ৫৭ মিনিটে পলিতানোর গোলে এগিয়ে যায় ম্যারোডোনার সাবেক এই ক্লাব। এরপর ৮৫ মিনিটে নাপোলির হয়ে দলের গোলসূচক গোলটি করেন কালিদু কুলিবালি।

এই ম্যাচে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো নাপোলি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়ন্ট টেবিলের তলানিতে য়্যুভেন্টাস। আছে ১৪ তম স্থানে।

চলতি মৌসুমেই ৩ বছরের পাঠ চুকিয়ে য়্যুভেন্টাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশিবার সিরি’এ জেতা দলটি গত মৌসুমে শিরোপা খোয়ায় ইন্টার মিলানের কাছে। বরখাস্ত করা হয় কোচ আন্দ্রেয়া পিরলোকে। ফের দায়িত্ব পেয়ে ম্যাসিমিলিয়ানো আলেগ্রি শিরোপা পুনরুদ্ধার করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply