এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: এলজিইডি মন্ত্রী

|

মো: তাজুল ইসলাম ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপ থাকলেও এ মাসেই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি একথা বলেন। এসময় ডেঙ্গু প্রতিরোধের কীটনাশকের শুল্ক কমাতে প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সতর্ক থাকার কারনে এর পরিমাণ এবার আগের চেয়ে কমেছে।

কোনো শিক্ষার্থীর পরিবার করোনায় বেশি ক্ষতিগ্রস্থ হলে তার স্কুলের বেতনসহ অন্যান্য ফি কিস্তিতে নেবার মাধ্যমে মানবিক হবার আহবান জানিয়েছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই স্বাস্থ্যবিধি নজরদারিতে রাখা হবে। পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে সচিবালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি। অভিযানের সময় তার সাথে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব খন্দকার শহীদউল্লাহ ও স্থানীয় সরকার সচিব হেলালউদ্দীন আহমদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply