স্থানীয় সময় শনিবার (১১ সেপ্টেম্বর) আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানে একটি বৈঠক হয়েছে। আন্তঃগোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লে. জেনারেল ফায়েজ হামিদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া, চীন, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা যোগ দেয়। খবর দ্য ডনের।
বৈঠকের কথা প্রকাশ্যে স্বীকার করেনি পাকিস্তান। তবে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এই বৈঠকে আফগানিস্তান-পাকিস্তান নিরাপত্তা, তালেবানের শাসনকালে আফগানিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপরও জোর দেয়া হয়েছে এই বৈঠকে।
এর আগে গত বুধবার (৮ সেপ্টেম্বর) প্রতিবেশী বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে পাকিস্তান। সেখানে, তালেবানের ক্ষমতায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল দেশগুলো। মূলত, তালেবানের সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা এবং আফগানের মাটি ব্যবহার করে তদের হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তারা।
তবে শনিবারের এ বৈঠকে আফগানিস্তানে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে।
Leave a reply