রোনালদোর প্রত্যাবর্তনে নিজ ভূমিকার ব্যাপারে নীরবতা ভাঙলেন ফার্গুসন

|

ক্রিস্টিয়ানো রোনালদো ও স্যার অ্যালেক্স ফার্গুসন। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনে নিজ ভূমিকার ব্যাপারে অবশেষে নীরবতা ভাঙলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। রোনালদোকে কেনার ব্যাপারে ক্লাব মালিক ম্যালকম গ্লেজারের সাথে তিনি কথা বলেছেন বলে জানান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কিংবদন্তি কোচ।

স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন, অনেকেই তাকে ফেরানোর ব্যাপারে কাজ করেছে। আমিও করেছি। কারণ, জানতাম ক্রিস্টিয়ানো এখানে আসতে চায়। আর এটাই গুরুত্বপূর্ণ।

ফার্গুসন আরও বলেন, এটা দারুণ একটা মুহূর্ত, অনেকটা যেন মুক্তি পাওয়ার মতো বোধ হচ্ছে। কারণ, তাকে ম্যান সিটিতে খেলতে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হয়তো, কেউই ছিল না। সে কারণেই তাকে এখানে আনার ব্যাপারে কাজ শুরু করি আমরা। ক্লাবও গ্লেজারকে বলে এ ব্যাপারে। আর এখন, ক্রিস্টিয়ানো আবার ওল্ড ট্রাফোর্ডে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply