আত্মীয়তার সম্পর্কের নাম করে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানীর শাহজাহানপুর ও বনশ্রী থেকে তাদেরকে ধরা হয়েছে।
সিআইডি জানায়, গ্রেফতারকৃত মো. সাইমুন ইসলাম ও আশফাকুজ্জামান খন্দকার টার্গেট করা ব্যক্তির সাথে সুসম্পর্ক তৈরি করে থাকে। পরবর্তীতে রিলেটিভ স্পন্সর মাইগ্রেশন সাবক্লাস পার্মানেন্ট রেসিডেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে টাকা হাতিয়ে নেয়।
সিআইডি আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার জাল ভিসা তৈরি করে আসছিল। জুলাই মাসে চক্রটির ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়েই এই রহস্য বেড়িয়ে আসে।
ইউএইচ/
Leave a reply