সামি-তাসনিমসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

|

(বামে) সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান ও নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল (ডানে)।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান ও স্বপন ওয়াহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ মামলায় ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে লেখক মুশতাক আহমেদসহ চারজনকে অব্যাহতি প্রদান করেন। মামলার চার্জ গঠনের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। লেখক মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা যান। অব্যাহতি প্রাপ্ত অপর তিন জন হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখার।

সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রচারিত সরকার বিরোধী একটি প্রতিবেদনের সঙ্গে সামিউল ওরফে জুলকারনাইন সায়ের খান এবং তাসনিম খলিল জড়িত ছিলেন।

এর আগে ১৩ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ পরিদর্শক আফসার আহম্মদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply