নিজের প্রস্তুতি নিয়ে বরাবরই অনেক সচেতন মুশফিকুর রহিম। মাঠের পারফরম্যান্স যেমনই হোক, প্রস্তুতিতে কোনো গাফিলতি তিনি রাখতে চান না কখনোই। নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের পর তাই ছুটিও নেননি তিনি। বিশ্বকাপের আগে খেলবেন তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল। মুশফিক খেলবেন একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে। ম্যাচ দুটি হবে ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর।
জানা গেছে, মুশফিকসহ আরও কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে একদিনের ম্যাচের এই সিরিজে।
মুশফিক দুটি ম্যাচ খেলতে চান ওয়ানডে সিরিজে। আর বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলন করতে চান তিনি। আগে যে ‘এ’ দল দেয়া হয়েছে, ওয়ানডে সিরিজের জন্য সেখানে কিছু পরিবর্তন আসবে। মুশফিক ও মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানোর পরিকল্পনা আছে এই সিরিজে। আগামীকাল এই বিষয়ে একটি আলোচনার কথাও জানা যায়।
Leave a reply