গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বিজেপির সিনিয়র নেতা ভূপেন্দ্র প্যাটেল

|

কোনো কারণ না দেখিয়েই হঠাৎ পদত্যাগ করেন ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তার স্থলাভিষিক্ত হলেন বিজেপির সিনিয়র নেতা ভূপেন্দ্র প্যাটেল। রোববার থেকেই ভূপেন্দ্র প্যাটেল রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) তার শপথগ্রহনের কথা রয়েছে। এনডিটিভির একটি খবরে এমন তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রোববার বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিজেপির দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রার্থী হিসেবে প্যাটেল প্রাথমিক তালিকায় না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পছন্দের কারণেই তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

২০২২ সালের শেষদিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজ্যটির বিধানসভা নির্বাচন। তার এক বছর আগেই পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ২০১৭ সালে গুজরাটের একটি আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। উল্লেখ্য, গুজরাট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা। এছাড়াও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে মনে করা হয় এই রাজ্যটিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply