আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘানি বারাদার মারা গেছেন। বলে। তালেবানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে সম্প্রতি এক গোলাগুলিতে বারাদার মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
অবশ্য মোল্লা বারাদারের মৃত্যুর বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে তালেবান। তাদের পক্ষ থেকে এই গুজব অস্বীকার করে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) মোল্লা বারাদার বেঁচে আছেন বলে এক অডিও বার্তায় দাবি করেছেন। তবে ভিডিও বার্তা কিংবা প্রকাশ্যে হাজির না হওয়ায় অনেকে তার মৃত্যু নিয়ে এখনো সন্দিহান।
ওই অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, সংবাদ শুনলাম আমার মৃত্যু হয়েছে। গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম। আমি যেখানেই আছি ভালো আছি। গণমাধ্যম সবসময় মিথ্যা প্রচারণা চালায়। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে।
অডিও বার্তাটি পোস্ট করা হয়েছে তালেবানের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এই বার্তা কোথা থেকে দেওয়া হয়েছে তা জানানো হয়নি। অডিও বার্তাটি যে মোল্লা বারাদারের তা নিশ্চিত করতে পারেনি কেউ।
সূত্র:দ্য টাইমস অব ইন্ডিয়া।
Leave a reply