বিদেশি শ্রমিকদের ভিসা ও আকামার মেয়াদ আরেক দফা বৃদ্ধি করলো সৌদি আরব। এজন্য অবশ্য বাড়তি ফি নিবে না দেশটি। খবর আরব নিউজের।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ভিসা ও আকামার মেয়াদ। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে এবং মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদফতরে যেতে হবে না।
এছাড়াও, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি যেসব বিদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এ সুযোগ নিতে পারবেন।
যেভাবে ভিসা-আকামার মেয়াদ বাড়বে:
প্রথমত, করোনার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত প্রবেশাধিকার বন্ধ থাকা দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের আকামা, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে। দ্বিতীয়ত, সেসব দেশে থাকা ভ্রমণকারীদের ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হবে।
Leave a reply