অডিও বার্তায় তালেবানের সহ-প্রতিষ্ঠাতা জানালেন, তিনি বেঁচে আছেন

|

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘানি বারাদার। ছবি: সংগৃহীত

বেঁচে আছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল ঘানি বারাদার। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) এক অডিও বার্তা দিতে বাধ্য হলেন তিনি।

গেলো কদিন ধরেই, তিনি মৃত্যুবরণ করেছেন- এমন গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। দাবি করা হয়, তালেবানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল এবং প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের জেরে সম্প্রতি এক গোলাগুলিতে তিনি মারা গেছেন। গোষ্ঠীটির পক্ষ থেকে এই গুজব অস্বীকারের পর গত সোমবার মোল্লাহ্ বারাদার নিজেও মৃত্যুর গুজব উড়িয়ে দেন। এক অডিও বার্তায় দাবি করেন, তিনি বেঁচে আছেন।

ওই অডিও বার্তায় মোল্লা বারাদার বলেন, সংবাদ শুনলাম আমার মৃত্যু হয়েছে। গত কয়েক রাত আমি বাইরে সফরে ছিলাম। আমি যেখানেই আছি ভালো আছি। গণমাধ্যম সবসময় মিথ্যা প্রচারণা চালায়। আপনাদের শতভাগ নিশ্চিত করে বলতে চাই, কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে।

তবে ভিডিও বা প্রকাশ্যে হাজির না হওয়ায় অনেকে বারাদারের বেঁচে থাকা নিয়ে এখনও সন্দিহান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply