আইসোলেশনে পুতিন

|

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী দলের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এখন আইসোলেশনে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রেমলিনেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন পুতিন।

ক্রেমলিন সূত্রে জানা গেছে, শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন ৬৮ বছর বয়সী এ নেতা।

এর আগে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করেন পুতিন। এরপরই তার সহযোগীদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। কর্তৃপক্ষ জানায়, রুশ প্রেসিডেন্টের সংস্পর্শে আসা প্রত্যেকের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামুলক। এর পাশাপাশি কয়েক ধাপে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নির্দিষ্ট সময় থাকতে হয় কোয়ারেন্টাইনেও।

এত সতর্কতা স্বত্ত্বেও কিভাবে করোনা আক্রান্ত এ কর্মকর্তারা পুতিনের সংস্পর্শে আসলেন তা নিয়ে চলছে তোলপাড়। আইসোলেশনে যাওয়ায় স্থগিত হয়েছে পুতিনের তাজিকিস্তান সফর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply