নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে প্রতিবাদ জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন পুনর্বহালের দাবি জানান তিনি। আইনটি প্রণীত হয়েছিল ২৭ বছর আগে।
এক বিবৃতিতে জোলি বলেন, নারী অধিকার সুরক্ষায় বিভিন্ন সংস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। ক্যাপিটল হিলে সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমাখার ও হুইপ ডিক ডারবিনের সাথে সাক্ষাৎ করেন জোলি।
সিনেটের হুইপ ডিক ডারবিন ফোর্বস ম্যাগাজিনকে বলেন, নারী এবং শিশুদের উপর ঘটা নির্যাতন নিয়ে কাজ করার ব্যাপারে জোলি বেশ আগ্রহী। এবং বিখ্যাত এই অভিনেত্রী কেবল সিরিয়াসই নন, বিষয়টি সম্পর্কে দারুণ ধারণাও রাখেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’এর বিশেষ দূত হিসেবে বহু বছর ধরেই শরণার্থী, নারী ও শিশুদের অধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করছেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি।
/এম ই
Leave a reply