জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ পাকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের প্রমীলা ফুটবল দলের খেলোয়াড়রা। পালিয়ে যাওয়া এসব খেলোয়াড়রা আফগানিস্তানের অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় দলের হয়ে খেলতেন বলে জানা গেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ৭৫ জন আফগান প্রমীলা ফুটবলার পাকিস্তানের উত্তর-পশ্চিমের তোখরাম সীমান্ত অতিক্রম করে আজ লাহোরে পৌঁছেছেন। বিপদসংকুল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে আসলেও তাদের আগমনকে আমরা স্বাগত জানাই। ফুটবলারদের প্রত্যেকের কাছেই বৈধ ট্রাভেল ডকুমেন্টস আছে বলে নিশ্চিত করেছেন তিনি।
পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এর সূত্রে জানা গেছে, আফগান নারী ফুটবলারদের প্রত্যেককে আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতিতে মানবিক বিবেচনায় জরুরি ভিসা ইস্যু করা হয়েছে। এর আগে গত মাসে দেশত্যাগের চেষ্টা করলেও কাবুল বিমান বন্দরে বোমা হামলা হওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯০ এর দশকে ক্ষমতায় এসে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করে তালেবান। এবার ক্ষমতায় এসে তারা নারীদের কাজের ক্ষেত্র উন্মুক্ত রাখবে বলে আশ্বাস দিলেও তাদের কথায় সাধারণ আফগানরা বিশ্বাস করছেন না বলেই প্রতীয়মান হচ্ছে। আফগান নারী ফুটবলারদের এভাবে দেশত্যাগ তালেবান নীতিকে আবারও নারী ইস্যুতে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে বলেই মতামত বিশেষজ্ঞদের।
/এসএইচ
Leave a reply