রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতা শিগগিরই বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ। মঙ্গলবার, নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে এ আহ্বান জানান তিনি।
মহাসচিবের আশঙ্কা, নৃগোষ্ঠী নির্মূলের দিকে যাচ্ছে রাখাইনের সেনা অভিযান। সংকট নিরসনে দ্রুত মিয়ানমার সরকারকে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া, নিপীড়নের শিকার রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা দেয়ারও অনুরোধ জানান মহাসচিব গুতেরেজ।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে এক চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যেখানে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় কোনভাবেই রোহিঙ্গা সংকট সমাধান ও রাখাইনে সহিংসতা বন্ধের দায়িত্ব এড়াতে পারে না।
এদিকে, সংস্থাটির শরণার্থী বিষয়ক কমিশন- ইউএনএইচসিআর রাখাইন ও সীমান্তবর্তী এলাকাগুলোয় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে।
যমুনা অনলাইন-এফআর।
Leave a reply