স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলা থেকে দেশি অস্ত্র, মোটরসাইকেল, মদ, গাঁজা ও ৪৪০ পিস ইয়াবা ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালাই উপজেলার মাত্রাই বানদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলা নিবাসী একাধিক মামলার আসামি মাহাবুব মন্ডল (৪২), কালাইয়ের থানা পাড়া মহল্লার বজলার রহমান বুলেট (৪৩), গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন (৩২)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র, মোটরসাইকেল, মদ, গাঁজা ও ৪৪০ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a reply