ঝিরিতে ভেসে গেল প্রাণ

|

তীব্র বৃষ্টিতে বান্দরবানের ঝিরিতে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিখোঁজের পর মরদেহ উদ্ধার হয়েছে একজনের। আজ (১৬ সেপ্টেম্বর) সকালে ঝিরি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর ইউনিয়নের সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় পাহাড় ধসের এ ঘটনাটি ঘটে। তীব্র বৃষ্টি ও রাত হয়ে যাওয়ায় তৎক্ষণাৎ উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো জুম থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সন্ধায় সদরের ছাইগ্যা ঝিরিতে গোসল করতে যায় কৃষ্ণতি ত্রিপুরা, তার মেয়ে বাজেরুং ত্রিপুরা, ছেলে প্রদীপ ত্রিপুরা ও প্রতিবেশী রাঙাতি ত্রিপুরা। প্রবল বর্ষণে ঝিরির পানি বেড়ে যাওয়ায় মা-মেয়েসহ ৪ জন পাশেই আশ্রয় নেয়। পানি বাড়তে থাকায় ঝিরি পার হতে পারছিলেন না তারা। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে দুই সন্তানসহ মা ঝিরিতে ভেসে যান। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন রাঙাতি ত্রিপুরা। পরে শুরু হয় খোঁজাখুজি। সকালে ঝিরিতে পাওয়া যায় মেয়ে বাজেরুং ত্রিপুরার মরদেহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply