কোচ হিসেবে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন হোসে মরিনহো। ক্লাব ক্যারিয়ারে এক হাজারতম ম্যাচে কোচিং করানোর রেকর্ড স্পর্শ করেছেন স্পেশাল ওয়ান খ্যাত এ পর্তুগিজ কোচ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার ২-১ গোলে জেতা ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এখন পর্যন্ত মরিনহো কোচ হিসেবে কাজ করেছেন এক হাজার ম্যাচে। যার মধ্যে জয় ৬৩৮টিতে, ড্র ২০৫ ম্যাচে এবং হার ১৫৭ ম্যাচে। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। লিগ শিরোপা এনে দিয়েছেন পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মত ক্লাবকে।
সবচেয়ে বেশি ম্যাচ ডাগ আউটে দাঁড়ানোর তালিকায় শীর্ষে আছেন ম্যানইউয়ের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সব মিলিয়ে ২১৫৫ ম্যাচে কোচ হিসেবে দাঁড়িয়েছেন স্যার অ্যালেক্স।
Leave a reply