কৃষি আইন বিরোধী আন্দোলনে কবর খুঁড়ে ভারতের কৃষকদের প্রতিবাদ

|

কবর খুঁড়ে তাতে শুয়ে বিরল প্রতিবাদে নেমেছে ভারতের কৃষকরা।

বিরল প্রতিবাদে নামলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে কবর খুঁড়ে, তাতে শুয়ে-বসে কৃষি আইন বিরোধী শ্লোগান দেন কয়েকশ’ মানুষ।

আবাসন প্রকল্পের নামে কৃষকদের ২৭০ একর আবাদি জমি দখল করে উত্তর প্রদেশ সরকার। ভূমিগুলোর ক্ষতিপূরণ চুকিয়ে ফেলার জন্য যোগী আদিত্যনাথ প্রশাসনের কাছে ছিল আন্দোলনকারীদের জোরালো দাবি।

গেলো ৫ বছর যাবত আবাসিক প্রকল্পটির বিরুদ্ধে বিক্ষোভ করছেন কৃষকরা। একইসাথে, গেলো বছর পাস হওয়া বিতর্কিত ৩টি কৃষি আইনেরও সংস্কার দাবি তোলা হয়। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এর মাধ্যমে সহজে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারবেন কৃষকরা। কিন্তু আন্দোলনরত কৃষকদের অভিযোগ, শিল্পপতিদের পকেট ভারি করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে এসব আইন। সেগুলো রদের দাবিতে প্রায় একবছর ধরে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply