ঋণ মওকুফের দাবিতে রাস্তায় নেমেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ৫০ হাজার কৃষক। প্রায় ১৮০ কিলোমিটার পথ হেটে তারা পৌঁছেছে থানে শহরে।
সেখান থেকেই সোমবার মুম্বাই’র বিধানসভা ভবন ঘেরাও’র পরিকল্পনা রয়েছে তাদের। রাজ্যের বিজেপি সরকারের নানা নীতির প্রতিবাদে কয়েক মাস ধরেই বিক্ষোভ করছেন মহারাষ্ট্রের কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি খাতে নানা বরাদ্দের আশ্বাস দিলেও কথা রাখেনি প্রশাসন। প্রতিকূল আবহাওয়ার কারণে গেল বছর ফসলের ক্ষতি হওয়ায় ঋণ মওকুফের দাবি তুলেছেন তারা। বলছেন, উন্নয়নের নামে কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। কৃষক নেতাদের অভিযোগ, ঋণের কারণে কেবল মহারাষ্ট্রেই গত আট মাসে আত্মহত্যা করেছেন ১ হাজার ৭৫৩ কৃষক।
Leave a reply