জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নেবেন যাত্রাবিরতি।
টানা দেড় বছর পর বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তিনি। এবারের বক্তৃতায় ধনী গরীব সব দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার তাগিদ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে এবার কোন প্রস্তাব দিচ্ছে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ফিনল্যান্ড আগমন উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ড শাখা আওয়ামী লীগসহ প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনটির সভাপতি হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রীকে বরণ করার লক্ষ্যে নেতাকর্মীরা দিনরাত একাধিক প্রস্তুতি সভাসহ নানা কাজ করছে। ১৯ সেপ্টেম্বর হেলসিংকি সময় বিকাল ৪টায় নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ১ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
এনএনআর/
Leave a reply