আটলান্টিক মহাসাগর থেকে ৮৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

|

ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগর থেকে ৮৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো স্পেনের কোস্ট গার্ড। বৃহস্পতিবার গ্র্যান ক্যানারিয়া উপকূলে তাদের নিয়ে আসা হয়।

দুটি ছোট নৌকায় ঝুঁকি নিয়ে আটলান্টিক পাড়ি দিচ্ছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। বিপদ সংকেত পেয়ে অভিযান চালায় কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ২৭ নারী ও ১০ শিশু আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা দেয়া হয়েছে। এরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। উন্নত জীবনের আশায় তারা পাড়ি জমাচ্ছিলেন ইউরোপে। গেলো দু’দিনে আটলান্টিক মহাসাগর থেকে কমপক্ষে ৬শ’ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা- IOM’র তথ্য অনুসারে, চলতি বছর আগস্ট পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছেন। প্রাণ হারিয়েছেন ৭৮৫ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply