নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইরান থেকে জ্বালানি আনলো হিজবুল্লাহ

|

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে জ্বালানি আনলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের চলমান তীব্র জ্বালানি সঙ্কট মেটাতেই এ উদ্যোগ ইরানের মদদপুষ্ট এ গোষ্ঠীটির।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিরিয়া সীমান্ত দিয়ে ৫০ হাজার লিটার ডিজেল ও পেট্রোল পরিবহন করে সংগঠনটির সদস্যরা। এই ঘটনাকে নিজেদের বিজয় হিসেবেও দেখছে সংগঠনটি। নিজেদের তত্ত্বাবধানেই তারা এসব জ্বালানি সরবরাহ কাজ পরিচালনা করবে বলে জানিয়েছে তারা।

তবে নিষেধাজ্ঞা অমান্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ও লেবানন কর্তৃপক্ষ। দীর্ঘদিন যাবত তীব্র জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সম্প্রতি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ হাসপাতালের কার্যক্রম বন্ধের মত ঘটনাও ঘটেছে। এর আগে, গত মাসে সঙ্কট নিরসনে ইরান থেকে জ্বালানি আনার ঘোষণা দেয় হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান নাসরাল্লাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply