বরফে ঢাকা সুউচ্চ পর্বতে ফুটবল খেললেন বলিভিয়ার চোলিতা নৃগোষ্ঠীর নারীরা। জার্সি পরে নয়, বরং তাদের ঐতিহ্যবাহী পোশাকেই হয় এ খেলা।
গত বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কাছেই হুয়ানা পোটোসি নামক পবর্তে ওঠেন তারা। পর্বতটির উচ্চতা ১৯ হাজার ৩২৪ ফুটের বেশি। কিন্তু ঐতিহ্যবাহী স্কার্ট আর শাল পরেই অভিযাত্রিকরা ওঠেন পবর্তশৃঙ্গে। তীব্র তুষারপাতের মাঝে তারা খেলেন ২০ মিনিট। করেন প্রার্থনাও।
২০১৫ সালে নারী অভিযাত্রিকদের এ দলটি গঠন করা হয়। চার বছর পর লাতিন আমেরিকায় তারা সবচেয়ে দীর্ঘ পবর্তারোহণের রেকর্ড গড়েন।
/এম ই
Leave a reply