কাবুলে ড্রোন হামলায় বেসামরিক মানুষ নিহতের দায় স্বীকার করলো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিরপরাধ ১০ জনের নিহতের কথা স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। হামলায় একই পরিবারের অন্তত ১০ জন নিহত হয়, যার মধ্যে ছয় জনই শিশু বিবিসিকে দেয়া এক বার্তায় মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগমুহূর্তে কাবুলে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক কর্মকর্তারা তখন বলছিলেন, একটি ড্রোন হামলা চালানোর মাধ্যমে কাবুল বিমাবন্দরে আরেকটি আত্মঘাতী হামলা ঠেকানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেঞ্জি সংবাদ সম্মেলনে বলেন, আমরা প্রথমে মনে করেছিলাম আমাদের সেনাদের উপর গাড়িটি হামলা করতে যাচ্ছে। সেজন্য আমরা দীর্ঘ আট ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করি। আট ঘণ্টা পর আমরা গাড়িটিতে হামলা করি। কিন্তু এখন আমরা বুঝেছি, আমাদের ধারণা ভুল ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply