ড্রোন হামলার ঘটনায় ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

এ বছরের আগস্টের শেষে মার্কিন ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে দেশটির সামরিক বিভাগ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, কাবুল বিমানবন্দরে আইএসের আক্রমণ প্রতিরোধের লক্ষ্যেই হামলা চালানো হয়েছিলো। তবে দুর্ভাগ্যজনকভাবে পেন্টাগনের তথ্য ভুল ছিল। এ ঘটনার দায়ও স্বীকার করেন ম্যাকেঞ্জি। নিহতরা আইএসের সাথে জড়িত নন বলে জানান তিনি। সমবেদনা জানান ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি।

গত ২৯ আগস্ট আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ১০ জনের প্রাণ যায়। যাদের মধ্যে ৭ জনই শিশু। হামলার পর পেন্টাগন জানিয়েছিল, আইএস সদস্যদের গাড়ি লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীও রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply