তালেবান সরকার নিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে যা বললেন মোদি

|

ছবি: সংগৃহীত

তালেবানের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ভারত। কিছুতেই এই উগ্রপন্থী দলকে একটি গোটা দেশের সরকার হিসেবে মেনে নেয়া হবে না বলেও হুঙ্কার ছেড়েছে দেশটি। তবে এতোদিন এসব বক্তব্য ছিল ভারতে বসেই। এবারে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে তালেবান সরকারের তীব্র সমালোচনা করেন মোদি। একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, আফগানিস্তানে তালেবানের উত্থানের মাধ্যমে সমস্ত বিশ্বে সন্ত্রাসবাদ আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়তে পারে। অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলিও এইভাবে সরকার গড়তে উৎসাহী হবে। আফগানিস্তান থেকে অন্য দেশে যাতে সন্ত্রাস না ছড়ায়, সেটা সবাই মিলে সুনিশ্চিত করতে হবে।

কূটনীতিকদের মতে, প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তালেবান সরকারকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং ‘তালেবান-হক্কানি নেটওয়ার্ক-আল কায়দা’ অক্ষ সম্পর্কে বিশ্বকে সতর্ক করা, যথাসম্ভব প্রতিরোধ গড়াই নয়াদিল্লির অগ্রাধিকার।

প্রথমে এসসিও-র উদ্বোধনী বক্তৃতা, পরে এসসিও এবং রাশিয়ার সামরিক জোট সিএসটিও-র বৈঠকেও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন মোদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply