পাওয়া গেলো ৩৭ বছর আগের বোতল বার্তা

|

বোতলের ভেতর পাঠানো বার্তা। ছবি: সংগৃহীত

এক টুকরো কাগজে কিছু বার্তা লিখে তা বোতলে ভরে সাগরে ফেলে দিয়েছিল জাপানের মাধ্যমিক স্কুলের কয়েকজন ছাত্র। ৩৭ বছর পর সেই বোতল বার্তা কুড়িয়ে পেয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এক ৯ বছর বয়সী বালিকা।

সিএনএন ট্রাভেলের রিপোর্ট হতে জানা যায়, পশ্চিম জাপানের মিয়াজিমা দ্বীপে চোশি হাইস্কুলের একটি প্রজেক্টের অংশ হিসেবে সমুদ্র স্রোতের গতিবিধি অনুসন্ধানের জন্য বেশ কয়েকটি বোতল বার্তা পাঠানো হয় ১৯৮৪ সালে। সেই বোতল বার্তায় অনুরোধ জানানো হয়, যারা বার্তাগুলো খুঁজে পাবেন তারা যেন আবার সেগুলো স্কুলের ঠিকানায় পাঠিয়ে দেন।

হাওয়াইয়ের হিলো শহরের পাশে সৈকতে ঘুরতে গিয়েছিলেন ৯ বছর বয়সী অ্যাবি গ্রাহাম। তিনি যখন বোতল বার্তাটি খুঁজে পেলেন, ততক্ষণে বোতলটি পাড়ি দিয়েছে ৪৩৫০ মাইল।

জাপানের চোশিও স্কুল একটি বিবৃতিতে জানিয়েছিল, সমুদ্র স্রোতের গতিবিধি পর্যবেক্ষণের অংশ হিসেবে ১৯৮৪ সালে ৪৫০ এবং ১৯৮৫ সালে ৩০০টি বোতল ছাড়া হয়েছিল সমুদ্রে। এর মধ্যে ৫১ টি বোতলের হদিস জানা গেছে, যেগুলো আবার স্কুলে ফেরত পাঠানো হয়েছিল। তবে হাওয়াইয়ের বোতল বার্তার খোঁজ পাওয়াই ২০০২ সালের পর প্রথম কোনো বোতল ফেরত আসার ঘটনা।

জানা গেছে, বিভিন্ন সময় বোতলগুলো গিয়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটি, কানাডা, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে।

এতোদিন পরে আবার কোনো বোতল বার্তার খোঁজ পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সেই স্কুলটির ১৯৮৪ সালের সায়েন্স ক্লাবের সদস্য মায়ুমি কান্ডা। তিনি বলেছেন, খবরটি শুনে হাইস্কুলের দিনগুলোর কথা আবারও স্মৃতিপটে ভেসে আসছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply