গত কিছুদিন ধরেই পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। সর্বশেষ ১৪ টি-টোয়েন্টির ১৩ টিতেই হেরেছে টাইগাররা। একমাত্র জয়টা ছিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যখন সেই প্রেমাদাসাতেই নামছিল তখন কী এমন অবিশ্বাস্য জয়ের কথা ভাবতে পেরেছিলেন রিয়াদ-মুশফিকরা?
ভেবে থাকুক আর নাই বা থাকুক শনিবার কলম্বোর প্রেমাদাসায় রেকর্ডের ফুলঝুড়ি ছুটিয়েছে টাইগাররা। ৫ উইকেট ও ২ বল হাতে রেখে শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২১৫ রানের টার্গেট অতিক্রম করে গেছে তারা। গড়েছে টি-টোয়েন্টির ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রান পেরোল।
এর আগে সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। আর এবার কিনা ২১৪ রান তাড়া করে জয়! তাও কোন সময়ে, যখন কিনা টাইগারদের দিকে ধেয়ে আসছিল সমালোচনার তীর।
রান তাড়া করে জয়ের চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার ঘটনা ঘটেছে মাত্র দশটি। মুশফিক, লিটন, তামিম, রিয়াদদের ঝড়ো ব্যাটিংয়ে সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিল টাইগাররা।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply