বিবিসির নির্বাচিত সপ্তাহের সেরা ছবিতে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

১১-১৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোলা সেরা ছবিপ্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে নির্বাচিত মোট ১০টি ছবির মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের একটি ছবি।

ছবিটি তুলেছেন মুনিরুজ্জামান। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের মুন্সিগঞ্জের একটি গ্রাম। সেখানে নদীতে ভিড়িয়ে রাখা সারি সারি রঙিন নৌকা। এরই মধ্যে এক ব্যক্তি কাঁধ ভর্তি পাটের আঁশ নিয়ে এগিয়ে যাচ্ছেন একটি নৌকার দিকে। পাটের আঁশে আপাদমস্তক ঢাকা সেই ছবি যেন বাংলাদেশের মানুষের কঠোর পরিশ্রমের গল্পই বলছে নীরবে। অন্যদিকে সোনালি আঁশের উৎপাদন বৃদ্ধি এবং পাটশিল্পের পুনঃজাগরণের প্রতিনিধিত্ব করছে ছবিটি।

বিবিসির নির্বাচিত সপ্তাহের সেরা ছবির প্রথমেই আছে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলায় ভাই হারা এক ভুক্তভোগী একটি স্মৃতিস্তম্ভে ভাইয়ের নামের ওপর হাত বোলাচ্ছেন। এছাড়া তাজমহলের ওয়াটারফল পরিস্কারের দৃশ্য, ইন্দোনেশিয়ার মাউন্ট মেরিপ থেকে বের হওয়া লাভা স্রোতসহ মার্কিন র‍্যাপার লিল নাস এক্সের ২০২১ এর মেট গালার লুকও আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply