আসছে অর্ণবের ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’

|

ছবি: সংগৃহীত

মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবকে নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)।

চরকির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ (১৮ সেপ্টেম্বর) ছবিটির পোস্টার প্রকাশ করে জানিয়ে দেয়া হয় মুক্তির তারিখ।

অর্ণবের ১২টি গানের নতুন সঙ্গীতায়োজন থাকছে এই ছবিতে। এছাড়াও থাকছে নন্দিত এই শিল্পীর নানা জানা-অজানা গল্প। এসব বলবেন অর্ণব ও তার কাছে মানুষেরা। চরকির এই মিউজিক্যাল ফিল্মটি নিয়ে দর্শক–শ্রোতাদের আগ্রহের কমতি নেই। কারণ অর্ণবের গানের সাথে জড়িয়ে আছে বাঙালি শ্রোতাদের অনেক আবেগ আর স্মৃতি।

শায়ান চৌধুরী অর্ণব মূলত অর্ণব নামেই অধিক পরিচিত। একজন সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার এবং চিত্রশিল্পী হিসেবে অর্ণব রেখেছেন তার প্রতিভার স্বাক্ষর। বাংলা, প্রেয়ার হল, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস নামক গানের দল গড়ে তুলেছেন তিনি বিভিন্ন সময়। বেরিয়েছে নিজের গাওয়া ৭টি অ্যালবাম। মিডিয়াবিমুখ হয়েও দুর্দান্ত জনপ্রিয় তিনি। তাই তো একজন আধখানা ভালো ছেলে আধা মস্তান হিসেবে অর্ণবকে জানার জন্য মুখিয়ে আছে দর্শক-শ্রোতারা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply