খারাপ সময় পিছু ছাড়ছে না বার্সাকে

|

ছবি: সংগৃহীত

খারাপ সময় পিছু ছাড়ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। একের পর এক ইনজুরিতে জর্জরিত স্প্যানিশ জায়ান্টরা।

আর্থিক দুরবস্থায় ছাড়তে হয়েছে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে। ধারে পাঠিয়ে দেয়া হয়েছে আতোয়ান গ্রিজমানকে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের সাথে বরণ করতে হয়েছে অসহায় আত্মসমর্পণ। এবার বেড়েছে আরও সমস্যা। ইনজুরিতে জর্জর বার্সার স্কোয়াড।

গেলো কয়েক বছরের মত এবারও প্রথম সারির ৭ ফুটবলার ইনজুরির কারণে রয়েছেন বাইরে। এবারের মৌসুমেই বার্সার ১০ নম্বর জার্সি পেয়েছেন আনসু ফাতি। কিন্তু এখনও ইনজুরির কারণে ডাগ আউটে তিনি।

ইনজুরির তালিকায় আছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানও। দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকেও ভুগছেন হাঁটুর ইনজুরিতে। এবার ফেরার পর আবারও ৩৭ দিনের জন্য বিশ্রামে যেতে হয় তাকে। এছাড়া তালিকায় আছেন মুসা ওয়াগ, সার্জিও রবার্তোরা। এ মৌসুমে তাই বার্সা কোচ রোনাল্ড কোম্যান শঙ্কায় আছেন দল সাজানো নিয়েই।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply