চট্টগ্রাম ব্যুরো:
ব্যাংক থেকে শতকোটি টাকা আত্মসাৎ করে ঢাকার অভিজাত এলাকায় বিলাসবহুল জীবন যাপন করছিল হোসাইন হায়দার আলী নামে চট্টগ্রামের এক ব্যবসায়ী। চট্টগ্রামের বিভিন্ন থানার মামলায় তার বিরুদ্ধে ছিল একাধিক গ্রেফতারী পরোয়ানা। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হয়েছে কোতোয়ালী থানা পুলিশের হাতে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় সিএমপির কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।
পুলিশ জানায়, আসামী হোসাইন হায়দার আলী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক ছিল। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে সিআর মামলা দায়ের করলে আদালত গ্রেফতারের নির্দেশ দেয়।
ওসি বলেন, আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবত বসবাস করে। সে সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবারসহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করছিল।
Leave a reply