বদলে যাচ্ছে গাজীপুর সিটি এলাকা

|

গাজীপুর সিটি এলাকাজুড়ে চলছে সড়ক উন্নয়নের কর্মযজ্ঞ। মহাসড়কের যানজট এড়াতে বিকল্প হিসেবে ৪২টি বাইপাসের উদ্যোগ নিয়েছেন মেয়র। এরইমধ্যে কয়েকটির কাজ শেষ হয়েছে। এতে ভোগান্তির অবসান হবে বাড়বে আঞ্চলিক যোগাযোগও।

বিআরটি প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে যানজট নিত্যসঙ্গী গাজীপুরের মহাসড়কে। তাই ভোগান্তি নিরসনে উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র। মহাসড়কে যানবাহনের চাপ কমাতে বিকল্প হিসেবে ৪২টি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।

টঙ্গী-বনমালাসহ বেশ কয়েকটি রাস্তার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানাচ্ছেন, বিভিন্ন প্যাকেজের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে কাজ। সড়কগুলো চালু হলে কমবে দূরত্ব; বাড়বে আঞ্চলিক যোগাযোগ। সাথে অবসান ঘটবে ভোগান্তির। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে খুশি সাধারণ মানুষ।

এরইমধ্যে সড়কের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের শেষদিকে প্রকল্প সমাপ্ত হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply