ইউরোপে গোল উৎসবের রাতে জয় ইন্টার ও বায়ার্নের

|

ছবি: সংগৃহীত

ইতালিয়ান লিগে বিশাল জয় পেয়েছে চ্যাম্পিয়ন ইন্টার মিলান। জার্মান বু্ন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ উড়িয়ে দিয়েছে বুখোমকে।

সিরিএ তে ইন্টার মিলান ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্লোনিয়াকে, ইন্টারন্যাজিওনাল ৬-১ গোলে বোলোগনার সাথে আর জেনোয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ফিওরেন্টিনা। এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে বুখোমের বিরুদ্ধে। কোলন আর অসবার্গের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ব্লোনিয়ার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে লৌথারো মার্টিনেজের গোলে লিড পায় ইনজাগির দল। ৩০ মিনিটে মিলান শাকিরি আর ৩৪ মিনিটে নিকোলো বেরেলা গোল করলে ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় ইন্টার। ৫৪ মিনিটে মাতিয়াস ভেসিনো আর ৬৩ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন এডিন জেকো। মাঝে ব্লোনিয়া এক গোল শোধ দিলেও ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

বুখোমের সাথে ম্যাচের প্রথমার্ধে সানে, কিমিখ, গ্যানাব্রির পর প্রতিপক্ষের একটি আত্মঘাতি গোলে ৪-০ গোলের লিড নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে স্কোর শিটে লেভানডোভস্কি, কিমিখ ও ম্যাক্সিং মোটিং নাম তুললে অনবদ্য জয় পায় বাভারিয়ানরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply