উদ্বোধনের ৩ বছর পরই ভাঙতে হচ্ছে খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্ম

|

উদ্বোধনের মাত্র ৩ বছর পর খুলনা আধুনিক রেলস্টেশনের প্ল্যাটফর্ম ভেঙে আবারও তৈরি হচ্ছে। গুনতে হচ্ছে আরও ৫ কোটি টাকা। সচেতন নাগরিকদের মতে, পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় গচ্ছা যাচ্ছে এই টাকা। তবে রেলকর্তৃপক্ষ তা অস্বীকার করে দেখাচ্ছে অজুহাত।

দুর্ভোগ নিরসনে দীর্ঘ আন্দোলনের পর ২০১৮ সালে আধুনিক রেলস্টেশন পায় খুলনাবাসী। তবে প্ল্যাটফর্মের আধুনিক সুবিধা মিলছে না। ট্রেনে ওঠানামা করতে দুর্ভোগ রয়েই গেছে যাত্রীদের। আছে অনিয়মের আরও অভিযোগ।

স্টেশন নির্মাণের শুরুতে ব্যয় ধরা হয় প্রায় ৫৬ কোটি টাকা। পরে তা কয়েকদফা বাড়িয়ে মোট খরচ দাঁড়ায় ৬৬ কোটি ৫৬ লাখ টাকা। ৬টি প্ল্যাটফর্ম ভেঙে এখন পুনরায় নির্মাণ করছে রেলওয়ে। এজন্য লাগছে আরও ৫ কোটি টাকা। খুলনা সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদার মত, সঠিক পরিকল্পনা না থাকায় এখন এই টাকা গচ্চা যাচ্ছে।

তবে যশোর রেলওয়ের সহকারী প্রকৌশলী কাজী ওয়ালিউল হকের দাবি নকশা অনুযায়ী কাজ হয়েছে।

২০১৫ সালে শুরু হয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে শেষ হয় খুলনা আধুনিক রেলস্টেশনের কাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply