জেনিন শহর থেকে পুনরায় গ্রেফতার হলো কারাগার থেকে পালানো বাকি ২ ফিলিস্তিনি বন্দি। রোববার তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলের পুলিশ।
টুইটার পেজে তারা জানায়, ৬ সেপ্টেম্বর অত্যন্ত সুরক্ষিত কারাগার গিলবোয়া থেকে কৌশলে পালান ৬ কয়েদি। যাদের চারজনকে আটকের পর আদালতের মুখোমুখি করা হয়েছে। বাকি দুই বন্দি হলেন- নায়েফ কামামজি এবং মুনাদেল ইয়াকুব।
ইসরায়েলের পুলিশ আরও জানায়, টানা ১২ দিনের অভিযান শেষে খোঁজ মিললো বাকি দু’জনের। গোপন তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাড়িটি ঘেরাও করা হয়। পুলিশ, সেনাবাহিনীর অস্ত্রের মুখে আত্মসমর্পণে বাধ্য হয় তারা।
ইউএইচ/
Leave a reply