আবারও বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া

|

বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া। ছবি: সংগৃহীত

আবারও বিক্ষোভে উত্তাল হয়েছে তিউনিসিয়া। শনিবার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদের অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে রাজধানী তিউনিসে জমায়েত হন হাজারো বিক্ষোভকারী। এ সময় সড়ক অবরোধ করে ক্ষমতা হস্তান্তর ও বৈধ সরকারের দাবিতে স্লোগান দেন তারা। পার্লামেন্ট ভেঙে দেয়ার দাবিও তোলেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। গেলো ২৫ জুলাই প্রধানমন্ত্রী হিচাম মিচিচিকে বরখাস্তের পর এটিই ছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম গণআন্দোলন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, দেশটির দুর্নীতি নির্মূলে তৎপর তিনি।

এর আগে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ও দেশের অর্থনীতি ভেঙে পড়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ। তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply