ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে ভারতের পশ্চিমবঙ্গ

|

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে বন্যা কবলিত ভারতের পশ্চিমবঙ্গ। পানিতে তলিয়ে গেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশির ভাগ এলাকা।

সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে কেলেঘাই ও কপিলেশ্বরী নদীর পানি উপচে সৃষ্টি হয়েছে এ বন্যা পরিস্থিতি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে জেলা দুটিতে অন্তত ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এতে বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে এ রাজ্যের আরও পাঁচটি নদীর পানি। বন্যা কবলিত এলাকায় তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি, ফসলের মাঠ। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা ও উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার ব্রিগেডের নয়টি টিম।

নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বন্যা কবলিত এলাকার হাজারো বাসিন্দাদের। এছাড়াও টানা বৃষ্টিতে বন্যা কবলে ভারতের উড়িষ্যা, গুজরাটসহ বেশ কিছু এলাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply