রাজশাহী ব্যুরো:
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খোলা চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে হল খুলে না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, অন্যদিকে হল বন্ধ। এতে তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে। সেখানে পড়াশোনার সঠিক পরিবেশ যেমন নেই, তেমনি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে দ্রুত হল খোলা প্রয়োজন বলে দাবি তাদের।
হল বন্ধ রেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিলে, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা নানামুখী সমস্যায় পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেন এসব শিক্ষার্থী।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা উপাচার্যের সাথে দেখা করে দাবি দাওয়া পেশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে হল ও ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a reply