আন্তর্জাতিক মান সম্পন্ন করতেই বিমানবন্দরে পিসিআর ল্যাব তৈরি করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কিছু বিষয় এনশিউর করতে গিয়েই পিসিআর ল্যাব নির্মাণে দেরি হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে করোনা টেস্টের ল্যাবের জন্য ছয়টি প্রতিষ্ঠান (এসওপি) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর জমা দিয়েছে, তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। আমিরাত থেকে অনুমতি পেলে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, বিমানবন্দরে বহুতল কার পার্কিং ভবন নিরাপদ, ল্যাব স্থাপনে কোনো ঝুঁকি নেই। আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে। যদি কোনো যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে তাহলে ওই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ শাস্তি দেয়া হবে।
ইউএইচ/
Leave a reply