ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক গৃহবধূ হত্যা ঘটনায় চার দিনের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজাপুর থানায় কর্মরত উপ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহ আলম।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশের এই কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ আগষ্ট সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার টিএন্ডটি সড়কের একটি বাড়ি থেকে হোসনেয়ারা বেগম বকুলের (৫৫) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। নিজ বাড়ির ভেতর একটি পরিত্যক্ত কক্ষে মৃত অবস্থায় পড়ে থাকা বকুলের গলায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পরই রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে শফিকুল ইসলাম লিটন।
মামলাটির তদন্তভার পান এসআই শাহ আলম। মামলার তিন দিনপর দিন পর ১৮ আগষ্ট মূল হত্যাকারী মোঃ শাকিলকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করে ঝালকাঠিতে আনা হয়।
Leave a reply