আমৃত্যু চীনের প্রেসিডেন্ট থাকবেন শি জিনপিং। রোববার দেশটির কংগ্রেসে চূড়ান্ত হলো এই সিদ্ধান্ত। এরফলে ৫ বছর পরপর যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা; সেটি আর হবে না। বরং আমৃত্যু দেশটির রাষ্ট্রপ্রধান থাকবে শি জিনপিং।
ন্যাশনাল পিপলস কংগ্রেসে প্রেসিডেন্টের ক্ষমতাকালকে বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রায় ৩ হাজার আইনপ্রণেতা ও নেতা-কর্মী অংশ নেন এই ভোটাভুটিতে। মাত্র দু’জন আজীবন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাবনার বিরোধিতা করেন আর তিনজন ছিলেন অনুপস্থিত। গেলো বছর অক্টোবরে, চীনে কিংবদন্তি নেতা মাও সে তুং-এর সমান মর্যাদায় আসীন হন প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কংগ্রেসে, সর্বসম্মতিক্রমে দলের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয় শি জিনপিংয়ের মতাদর্শ। কংগ্রেসে নতুন আইন পাস হওয়ার আগে ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিলো শি জিনপিং-এর ক্ষমতা।
Leave a reply