বাংরেজি ভাষার সঙ্গে সবাই পরিচিত। না হবার প্রশ্নই আসে না। নিয়ত বলে থাকি আমরা বাংরেজি, মানে বাংলা ও ইংরেজির খিচুড়ি। ঠিক তেমনি হিন্দি ও ইংরজির খিচুড়ি ভাষা শেখার কোর্স চালু হয়েছে খোদ ব্রিটেনে।
ইংল্যান্ডের পোর্টসমাউথ কলেজ এ আনকোর সুযোগটি দিচ্ছে। চলতি বছর ওই কোর্স আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, অল্প সময়েই জনপ্রিয় পেয়েছে হিংরেজি কোর্স। বিশেষত, ভারতীয় সংস্থায় কাজ করছেন এমন পেশাদাররা এ কোর্স করতে আসছেন।
লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, হিংরেজির জনপ্রিয়তা ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন যে ছাড়তে হচ্ছে সেটা ভালোই জানে তরুণ প্রজন্ম। আর তারা ভালো করেই জানে দুনিয়ার অন্যত্র কাজ পেতে হলে ভাষা জানাটা খুবই জরুরি। তাই যতটা সম্ভব কাজ পাবার সম্ভাবনা বাড়িয়ে রাখা বুদ্ধিমানে কাজ।
কলেজ সূত্র জানিয়েছে, গেল বছরের নভেম্বরে শুরু হওয়া কোর্স গেল সপ্তাহে শেষ হয়েছে। ইতিমধ্যে আগ্রহীরা পরবর্তী কোর্সের খোঁজ নিতে শুরু করেছেন।
তবে হিংরেজি ভাষায় শেখার ক্ষেত্রে হিন্দির লেখা জন্য দেবনাগরী বিপরীতে রোমান বর্ণমালা ব্যবহার করা হচ্ছে।
এতটুকু পড়ে ভাবতে পারেন, ওরে বাবা কবে যেন আবার বাংরেজি ভাষার কোর্স চালু হয় কে জানে। বিচিত্র কিছু, বাংরেজি কোর্স চালু খুবই সম্ভাবনা রয়েছে। কি শিখবেন নাকি, বাংরেজি?
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply