গতকালই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে নিজ দল মুসলিম লীগের কর্মী সমাবেশে এক ব্যক্তি কালি ছুঁড়ে মেরেছিল। সেই হকচকিত ভাব কাটতে না কাটতেই একদিন পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে জুতা নিক্ষেপ করা হয়েছে।
দেশটির গণ মাধ্যম জিও টিভি জানিয়েছে, রোববার পাঞ্জাব রাজ্যের গারহি সাহু জেলার জামিয়া নেইমিয়া মাদ্রাসায় বক্তব্য দেওয়ার সময় ওই মাদ্রানার শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন সাবেক ছাত্র নওয়াজকে লক্ষ্যকে জুতা নিক্ষেপ করে।
এই ঘটনায় নওয়াজ অক্ষত আছেন বলে জানা যায়। জুতা নিক্ষেপকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, জুতা নিক্ষেপকারীর নাম তালহা মুনাওয়ার। সে মাদ্রাসার সাবেক ছাত্র। এই ঘটনা ঘটানোর পর সে মাদ্রাসার ছাত্র ও কর্মীদের পিটুনির শিকার হন, আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পাশাপাশি আরও দুই সন্দেহভাজন ব্যক্তি ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিক জানান, জুতা নিক্ষেপকারী একটি ধর্মীয় দলের পক্ষে স্লোগান দিচ্ছিল। ওই পার্টিটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করে আসছে।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply