বিপিএলে গোলের রেকর্ড; সেরা পাঁচে নেই কোন বাংলাদেশি

|

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সদ্য শেষ হওয়া মৌসুমে রেকর্ডসংখ্যক গোল হয়েছে। তাছাড়া হলুদ ও লাল কার্ডের সংখ্যাও ছিল অন্য যেকোনো মৌসুমের চেয়ে বেশি। গোলদাতাদের মধ্যে শীর্ষ পাঁচ ফুটবলারই ছিলো বিদেশি খেলোয়াড়।

আসরটিতে এবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।

এবার ১৩ দল ১৫৬ টি ম্যাচে মোট গোল করেছে ৪৭২ টি। গোল গড় ছিলো তিন দশমিক শূন্য তিন।তবে হতাশার খবর হচ্ছে এবারের সেরা পাঁচ গোল স্কোরারই বিদেশি খেলোয়াড়। ২১ টি গোল করে তালিকার শীর্ষে আছেন রবসন দা সিলভা। ১৯ টি গোল করেছেন ওমর জোবে। জন ওকোলি ১৮, বেলফোর্ট ১৭ ও রাউল বেসেরা করেছেন ১৬ টি করে গোল।

দেশি খেলোয়ারদের কাছ থেকে গোল এসেছে মোট ১৪৮ টি। যেখানে জুয়েল রানা ও সুমন রেজা করেছেন ১০ টি করে গোল।

মৌসুমটিতে হলুদ ও লাল কার্ড খাওয়ার সংখ্যাও ছিলো উল্লেখযোগ্য। সর্বোচ্চ ৯ টি হলুদ কার্ড খেয়েছেন শেখ জামালের ওতাবেক ভালিজোনভ। দল হিসেবে সবচেয়ে বেশি সর্বমোট ৪৮ টি হলুদ কার্ড দেখেছে মোহামেডান ক্লাব। আর শেখ জামাল পেয়েছে ৪ টি লাল কার্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply