লিঙ্গ সমতায় নারী নেতৃবৃন্দের নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

|

লিঙ্গ সমতায় নারী নেতৃবৃন্দের নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লিঙ্গ সমতা নিশ্চিতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহবানে বসে উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে প্রধানমন্ত্রী বলেন, নারী নেত্রীদের নিয়ে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা সম্ভব। যা, শুধু একক বৈঠকের জন্য নেতাদের একত্রিতই করবে না; বরং লিঙ্গ সমতা নিশ্চিতে হবে চালিকাশক্তি।

এ বৈঠকে বিশ্বনেতাদের সামনে তিনটি প্রস্তাব রাখেন শেখ হাসিনা। যার অন্যতম- তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে লিঙ্গ সমতা বিষয়ক উপদেষ্টা বোর্ড। দ্বিতীয় প্রস্তাব ছিলো- নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে পর্যাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা করা। যাতে, জাতিসংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শেষ প্রস্তাবে সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের একটি সম্মেলন ডাকার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠেন এসেছে, লিঙ্গ ভিত্তিক সহিংসতা-বাল্যবিবাহ এবং অবৈতনিক কাজ বৃদ্ধির কথা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply