৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো অস্ট্রেলিয়া

|

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তবে মেলবোর্নের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটল দেখা দিয়েছে অনেক বাড়িতে। বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় দিকে হয় কম্পন। উৎপত্তিস্থল ভিক্টোরিয়া রাজ্যের ম্যান্সফিল্ডে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎস।

অস্ট্রেলিয়ায় ভূমিকম্প বেশ নিয়মিত ঘটনা হলেও, গত কয়েক বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। কিছুক্ষণের মধ্যেই অনুভূত হয় আরও দু’টি আফটার শক। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে মানুষ। সতর্কতা হিসেবে উঁচু ভবনগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। এছাড়া সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসেও অনুভূত হয় কম্পন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply