বিলুপ্তপ্রায় সাদামুখো প্রজাতির বানরের সংখ্যা বেড়েছে

|

বিলুপ্তপ্রায় সাদামুখো প্রজাতির বানর।

চীনের গুয়াংজি জুয়াং প্রদেশে বাড়তে শুরু করেছে বিলুপ্তপ্রায় সাদামুখো প্রজাতির বানরের সংখ্যা। বিরল প্রজাতিটিকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন একদল বন রক্ষাকর্মী।

বিগত কয়েক দশক ধরেই প্রাণীগুলোর সংখ্যা বাড়াতে কাজ করছেন তারা। চোরাকারবারীদের ঠেকাতে গোটা বনভূমি এলাকায় চলে টহল। ১৯৮২ সালে বিলুপ্তপ্রায় প্রাণীকূল রক্ষার অংশ হিসেবে শুরু হয় এ কাজ। এখনও জারি রয়েছে প্রচেষ্টা। এতে মিলেছে সুফলও। পরিসংখ্যান বলছে, চার দশক আগে বনভূমিতে এই বানরের সংখ্যা ছিল মাত্র তিনশ’র মত। এখন সেই সংখ্যা প্রায় ১ হাজার ৩’শয়ের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বনভূমি কমে যাওয়ার কারণে সঙ্কটে পড়ে বানরসহ নানা বন্যপ্রাণী।

তাং নামক একজন বনরক্ষাকর্মী বলেন, বনে ঘুরে ঘুরে আমরা বানরগুলোর সাথে সখ্যতা গড়ে তুলেছি। বেশ বুদ্ধিদীপ্ত তারা।আমরা ডাক দিলেই সাড়া দেয় তারা। আচরণ করে বন্ধুর মতো। ওরা জানে আমরা ওদের কোনো ক্ষতি করতে আসিনি। এভাবে খুব সহজেই তাদের সংখ্যা হিসাব রাখি আমরা। তাদের উন্নত বাসস্থান নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply